CPI-M Kerala State Conference

কর্পোরেট হিন্দুত্ব মোকাবিলায় কেরালা নজির সারা দেশে, রাজ্য সম্মেলনে কারাত

জাতীয়

কোল্লামে সিপিআই(এম) রাজ্য সম্মেলনে প্রকাশ কারাত, এস রামচন্দ্রন পিল্লাই, এমভি গোবিন্দন সহ পার্টি নেতৃবৃন্দ।

কর্পোরেট হিন্দুত্ব আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধের দুর্গ গড়েছে কেরালা। এই প্রতিরোধ জারি রাখতে হবে।
বৃহস্পতিবার সিপিআই(এম) কেরালা রাজ্য সম্মেলনের প্রতিনিধি অধিবেশনের উদ্বোধন করে একথা বলেছেন সিপিআই(এম) পলিট ব্যুরোর কোঅর্ডিনেটর প্রকাশ কারাত। কেন্দ্রীয় কমিটির সদস্য একে বালান পার্টির পতাকা উত্তোলন করেছেন। 
কোল্লামের সি কেশবন মেমোরিয়াল টাউন হলে কোড়িয়ারি বালাকৃষ্ণনের নামে নামাঙ্কিত নগরে সিপিআই(এম) কেরালা রাজ্য সম্মেলন চলবে ৯ মার্চ পর্যন্ত। 
কারাত বলেছেন, বৈষম্যের বিরুদ্ধে এবং ধর্মনিরপেক্ষতা ও ন্যায়ের পক্ষে কেরালার লড়াই সারা দেশের বামপন্থী আন্দোলনের কাছে দিক নির্দেশিকা হয়ে কাজ করছে। 
সাম্রাজ্যবাদী নয়া উদারবাদের বিকল্প মডেলে উন্নয়নের পক্ষে লড়াই করছে সিপিআই(এম)। লড়াই করছে হিন্দুত্ব সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে। লড়াই করছে নয়া উদারবাদী শোষণের বিরুদ্ধে। শ্রেণি সংগ্রামের পথ ধরেই সংগ্রাম জারি রেখেছে পার্টি।   
কেরালায় সিপিআই(এম)’র আগের সম্মেলনের পর থেকে আরএসএস-বিজেপি’র আক্রমণে ৬ নেতা ও কর্মী শহীদ হয়েছেন। তাঁদের বিশেষভাবে স্মরণ করেছে সম্মেলন। 
আন্তর্জাতিক পরিস্থিতি প্রসঙ্গে কারাত মার্কিন সাম্রাজ্যবাদের নিয়ন্ত্রণ হ্রাস এবং শক্তি হিসেবে চীনের ভূমিকা ব্যাখ্যা করেন। 
প্রতিনিধিদের স্বাগত জানিয়েছেন অভ্যর্থনা কমিটির সভাপতি কেএন বালাগোপাল। সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেছেন কেরালার রাজ্য সম্পাদক এমভি গোবিন্দন। মুখ্যমন্ত্রী এবং সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য পিনারাই বিজয়ন ‘নতুন কেরালার পথরেখা‘ শীর্ষক প্রতিবেদন পেশ করবেন সম্মেলনে। সুস্থিত অর্থনৈতিক বৃদ্ধি সম্ভব সম্পদের পুনর্বন্টন নিশ্চিত করে, এই দৃষ্টিকোণ বিভিন্ন সময়েই  জানিয়েছে কেরালার সরকার।

Comments :0

Login to leave a comment