কয়েকদিন আগেই ভারতীয় অনূর্ধ্ব ১৯ মহিলা দল টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করে। কারণ সেটাই ভারতীয় মেয়েদের প্রথম বিশ্বজয়। জুনিয়ররা পারলেও সিনিয়ররা মুখ থুবড়ে পড়েন। মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপের সেমি ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জেতা ম্যাচ হেরে ফেরেন উওমেন ইন ব্লু’রা। সৌজন্যে হরমনপ্রীতের অবাঞ্ছিত রান আউট। হরমনপ্রীত ও জেমিমাহ’র ৪১ বলে ৬৯ রানের পার্টনারশিপের সৌজন্যে ভারত যখন প্রায় জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল তখনই ছন্দপতন ঘটে। ১৫ ওভারে দ্বিতীয় রান নেওয়ার সময় হরমনপ্রীতের ব্যাট মাটিতে আটকে যায়। তড়িৎ গতিতে বেল ফেলে দেন অসি উইকেটরক্ষক-ব্যাটসম্যান অ্যালিসা হিলি। আর এইখানেই খেলার মোড় ঘুরে যায়। ৫ রানে হেরে বিদায় নেয় ভারত।
ভারতের হারের জন্যে সরাসরি হরমনপ্রীতকে দায়ী করেছেন হিলি। তিনি বলেন, 'হরমনপ্রীত যাই বলুক না কেন, ওর বোকামোর জন্যেই ভারত হারে। এরপরেই তাঁর সংযোজন, ‘ও (হরমনপ্রীত) বলছে এটা ওঁর দুর্ভাগ্য। আমি তা মনে করি না। ও অনায়াসে ক্রিজ পেরিয়ে যেতে পারত।'
প্রসঙ্গত, খেলার পর কান্নাভেজা গলায় হরমনপ্রীত জানান, 'এর থেকে দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না।’ এই প্রসঙ্গে হিলি কটাক্ষের সুরে বলেন, ‘সারা জীবন ধরে ও নিজের ভাগ্যকে দোষ দিতে পারে। কিন্তু এতে ভাগ্য কী করবে? সেই মুহূর্তে প্রয়োজন ছিল নিজের শেষটুকু নিংড়ে দিয়ে জয় নিশ্চিত করা।’ তিনি আরও বলেন, ‘বড় টুর্নামেন্ট জিততে গেলে এই ক্ষুদ্র ব্যাপারগুলোতেও জোর দিতে হয়। যেকারণে আমরা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছি।’
Comments :0