মার্কিন যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার নির্বাচিত হলেন কেভিন ম্যাকার্থিই। তবে তার আগে রিপাবলিকানদের মধ্যেই ১৫ দফায় চলল ভোটাভুটি। ভোটের এক পর্বে রিপাবলিকান পার্টিরই দুই সদস্যের মধ্যে হাতাহাতিরও উপক্রম হলো।
ম্যাকার্থি জয়ের জন্য ধন্যবাদ জানিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে। বলেছেন, ‘‘চূড়ান্ত ফলাফলের জন্য ট্রাম্পকে ধন্যবাদ। শেষ পর্বে তিনিই সমর্থন জুটিয়ে দিয়েছেন।’’
মার্কিন কংগ্রেসের হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানরা। রাষ্ট্রপতি জো বাইডেনের ডেমোক্র্যাট পার্টির বিরোধীদের দরকার ছিল কেবল নিজেদের মধ্যে থেকে স্পিকার পদে কাউকে নির্বাচন করা। তা নিয়েই দীর্ঘসময় ধরে চলল জমজমাট নাটক।
ম্যাকার্থির প্রার্থীপদের বিরোধী দলেরই হাউজ সদস্য ম্যাট গেটজ। তাঁর সঙ্গে অ্যালবামার সদস্য মাইক রজার্সের তর্কাতর্কি, তারপর হাতাহাতি বেঁধে যাওয়ার উপক্রম হলো। অন্য সদস্যরা কোনোক্রমে সরিয়ে নেন দুই হাউজ সদস্যকে।
রীতি অনুযায়ী বাইডেন অভিনন্দন জানিয়েছেন ম্যাকার্থিকে। তবে রিপাবলিকানদের লক্ষ্য বাইডেনের পারিবারিক ব্যবসার বেনিয়ম সম্পর্কে তদন্ত কমিটি বসানো।
হাইজ স্পিকার আলোচ্য স্থির করেন আমেরিকায়। বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে আইন তৈরির বিষয়েও আলোচনা শুরু করাতে পারেন।
Comments :0