ALL INDIA WOMEN CONFERENCE

সর্বভারতীয় মহিলা সম্মেলন, মিলল তিন মিছিল

জাতীয়

তিরুবনন্তপুরমে পুথারিক্কনডম ময়দানে মহিলা আন্দোলনের সর্বভারতীয় নেতৃত্ব। রয়েছেন পশ্চিমবঙ্গের প্রতিনিধিরাও।

সঞ্চারী চট্টোপাধ্যায়

প্রবল উদ্দীপনায় পুথারিক্কনডম ময়দানে ঢুকল মিছিল। তিন জায়গা থেকে এসে তিনটি মিছিল বৃহস্পতিবার মিলল এই ময়দানে। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির ১৩ দশ সর্বভারতীয় সম্মেলনের ঠিক আগের দিন সমবেত ছিলেন সারা দেশের মহিলা আন্দোলনের নেতৃবৃন্দ। 

শুক্রবার, ৬ জানুয়ারি, তিরুবনন্তপুরমে শুরু সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সর্বভারতীয় সম্মেলন। চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। এই এলাকার নামকরণ হয়েছে মাল্লু স্বরাজ্যম নগর। তেলেঙ্গানায় সশস্ত্র বিদ্রোহের অন্যতম নেত্রী কমরেড মাল্লু স্বরাজ্যম।

 

সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির নেতৃবৃন্দ জানিয়েছেন কঠিন সময়ে কড়া প্রতিরোধের শপথ নিয়েই সংগঠিত হচ্ছে সম্মেলন। এদিন তিনটি মিছিল উদ্বোধন করেন সংগঠনের তিন নেত্রী কেকে শৈলজা, পি সতীদেবী এবং সুসান কোডি। 

(ছবি: অচ্যুৎ রায়)

Comments :0

Login to leave a comment