স্কুলের পোশাকের রঙ পরিবর্তন নিয়ে এবার প্রতিবাদে উত্তাল হল জলপাইগুড়ির স্কুল। ১৪৭ বছরের ঐতিহ্যবাহী জলপাইগুড়ি জেলা স্কুলের বর্তমান ও প্রাক্তন ছাত্ররা প্রতিবাদ আন্দোলনে শামিল। স্কুলে গেটের সামনে পুড়িয়ে দেওয়া হয় সরকারের দেওয়া নতুন নীল সাদা পোশাক।
শুক্রবার দুপুরে পোশাকের রঙ বদলের প্রতিবাদ করে বিক্ষোভ দেখান অভিভাবকরাও। ১৪৭ বছরের প্রাচীন সরকারি এই স্কুলের ঐতিহ্য নষ্ট করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তোলেন।
ছাত্রদের অভিযোগ, সরকারি নির্দেশিকা মেনে যে পোশাক বিতরণ করা হচ্ছে তা তারা কখনই মেনে নেবে না। স্কুলের চিরাচরিত সাদা জামা কালো প্যান্ট, এই পোশাক পরেই স্কুলে আসবে।
শুক্রবার দীর্ঘ সময় ধরে বিক্ষোভ দেখায় স্কুলের কয়েকশো ছাত্র। শ্লোগান তুলে বিদ্যালয়ের সামনে বিক্ষোভে শামিল হয় তারা।
আন্দোলনে শামিল হয়েছে এসএফআই-ও। এসএফআই সদর লোকাল কমিটি-১’র সম্পাদক শুভব্রত ভৌমিক জানান, ছাত্রদের ক্ষোভ ন্যায্য। তাই আমরা তাদের পাশে এসে দাঁড়িয়েছি। সরকার যতই চাপ দিক, কোনোভাবেই নীল সাদা পোশাক পরে স্কুলে আসবে না ছাত্ররা।
JALPAIGURI SCHOOL PROTEST
নীল সাদা পোশাকে না, ব্যাপক বিক্ষোভ জলপাইগুড়ির স্কুলে
×
Comments :0