OLA UBER

বঞ্চনার বিরুদ্ধে পথে অ্যাপ ক্যাব চালকরা

কলকাতা

অস্বাভাবিক জ্বালানি তেলের দাম। তার সাথে অ্যাপ ক্যাব কোম্পানি গুলির শোষণ বাড়ছে প্রতি দিন। চড়া হারে কমিশন কাটছে যা সম্পূর্ণ বেআইনি। তার পর যখন তখন ইচ্ছামত ড্রাইভারদের আই ডি ব্লক করছে। রাজ্য সরকারের কোন পদক্ষেপ নিচ্ছে না। এই সব বিষয়কে কেন্দ্র করে বৃহস্পতিবার পথে নামলেন ওলা, উবের অ্যাপ ক্যাব চালকরা। এদিন সিআইটিইউ’র নেতৃত্বে পরিবহন দপ্তর অভিযানের ডাক দেন তারা। মৌলালীর রামলীলা ময়দান থেকে শুরু হয় মিচিল। সিআইটিইউ নেতা ইন্দ্রজিৎ ঘোষ মিছিলের নেতৃত্বে ছিলেন। এছাড়া ছিলেন, শোহাগ খান, মহম্মদ মনু। নিখিল মাইতি সহ নেতৃত্ব। 

চালকদের কথায়, ওলা, উবের বা ইন্ড্রাইভ, কোন কোম্পানির কলকাতায় কোন অফিস নেই। কোন সমস্যার কথা কর্তৃপক্ষকে জানানো যাচ্ছে না। অন্যদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে যাত্রীসাথী অ্যাপ ক্যাব চালু হয়েছে। তারও কোন অফিস নেই। এর আগে একাধিকবার রাজ্য সরকারের বঞ্চনা এবং অসহযোগীতার বিরুদ্ধে পথে নেমেছেন অ্যাপ ক্যাব চালকরা।

পরিবহন দপ্তরের সামনে সংক্ষিপ্ত সভা হয়। পরিবহন মন্ত্রীর কাছে দাবি দাওয়া সম্পর্কিত ডেপুটেশনও জমা দেওয়া হয়। 

Comments :0

Login to leave a comment