Bihar

বিধানসভা নির্বাচনের আগে মন্ত্রিসভায় রদবদল

জাতীয়

চলতি বছরের শেষের দিকে বিহারের বিধানসভা নির্বাচন। তার আগে বুধবার বিজেপি নীতিশ জোটের মন্ত্রিসভায় বেশ কিছুরদ বদল হতে চলেছে। বিজেপি সূত্রে খবর তাদের সাতজন বিধায়ককে মন্ত্রিসভায় যুক্ত করা হবে। এদিন মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন বিহার বিজেপির সভাপতি দিলীপ জায়েসওয়াল। সংবাদমাধ্যমের কাছে তিনি জানিয়েছেন দলের এক ব্যাক্তি এক পদের নীতিকে মান্যতা দিয়ে তিনি মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন। উল্লেখ্য বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা কিন্তু একসাথে দুটি পদে রয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী এবং দলের সর্বভারতীয় সভাপতি।

জানা যাচ্ছে মন্ত্রিসভার এই রদবদল নিয়ে নাড্ডার সাথে বৈঠক হয়েছে নীতিশের। বর্তমানে ৩০ বিহার মন্ত্রিসভায় বিজেপির সংখ্যা ১৫, জেডিইউ ১৩ এবং জীতন রাম মাঝির দলের একজন। ছয়টি আসন এখনও খালি রয়েছে। সেই আসনে কাদের নেওয়া হবে তা নিয়ে চলছে জল্পনা। 

Comments :0

Login to leave a comment