প্রবল ঠান্ডায় কাঁপছে দিল্লি, সঙ্গে রয়েছে ঘন কুয়াশা ও শৈতপ্রবাহ। তাপমাত্রার রেকর্ড পতনে নাজেহাল স্বাধারণ জন জীবন। দিল্লি (Delhi Winter)সহ গোটা উত্তর ভারতে গরমের সময় যেরকম গরম থাকে তেমনি শীতকালেও জমিয়ে ঠান্ডা পরে। তবে হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী অতীতের সমস্ত রেকর্ড ভেঙে শনিবার সকালে দিল্লির তাপমাত্রা ছিল ২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি কম।
ঘন কুয়াশার জন্য শনিবার সকালে ট্রেন ও বিমান দেরীতে চলাচল শুরু করে। পরে বেলা বারার সঙ্গে সঙ্গে কিছুটা স্বাভাবিক হয় ট্রেন চলাচল। রেলের তরফে জানান হয়েছে শনিবার সকালে প্রায় ৩২টি ট্রেন দেরীতে চলে। দৃশ্যমানতা কম থাকায় বিমান চলাচলের ওপরেও প্রভাব পরে। প্রায় ৩৪টি বিমান বাতিল করা হয়। তবে ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দুষনের মাত্রা। এদিন সকালে আনন্দ বিহারে বায়ু দুষণের মাত্রা ছিল ৪৫২।
Comments :0