রাজ্যে প্রথম ট্রাইপ্যানোসোমায় আক্রান্ত হস্তিশাবকের মৃত্যু হয়েছে। সুস্থ করে তোলার বনদপ্তরের সমস্ত প্রচেষ্টাকে ব্যর্থ করে টানা ২২দিন ধরে লড়াইয়ের পর সোমবার দুপুরে চিকিৎসা চলাকালীন অবস্থায় হস্তিশাবকটির মৃত্যু হয়। স্ত্রী হস্তিশাবকটির চিকিৎসা চালিয়ে আসা বনাধিকারিকরা ছয় বছরের ওই হস্তিশাবকটির নামকরণ করেছিলেন আশা।
জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখে কার্শিয়াঙ বনবিভাগের অধীন বাগডোগরা রেঞ্জের জঙ্গলে ভারতীয় সেনা ছাউনির সামনে বনকর্মীরা অসুস্থ অবস্থায় উদ্ধার করে হস্তিশাবকটিকে। বনাধিকারিকরা হাতিটির চিকিৎসা শুরু করেছিলো। কিন্তু পরবর্তীতে বনদপ্তরের আরো অভিজ্ঞ চিকিৎসকেরা অসুস্থ হস্তি শাবকটির চিকিৎসা শুরু করে। কার্শিয়াঙ বনবিভাগের ডিএফও দেবেশ পান্ডে ও রেঞ্জার সোনম ভুটিয়া সহ বনকর্মীরা হস্তিশাবকটিকে সুস্থ করার জন্য আপ্রান চেষ্টা করে চিকিৎসা চালিয়ে যান। ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ভেটেরেনারি রিসার্চেও পাঠানো হয় হস্তিশাবকটির রক্তের নমুনা। এরপরেই হস্তিশাবকটি যে ট্রাইপ্যানোসোমায় আক্রান্ত সেই বিষয়টি নিশ্চিত করা সম্ভব হয়। অসুস্থ হস্তিশাবকটির চিকিৎসার জন্য এগিয়ে আসে একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনও। ভারতীয় সেনার পাশাপাশি থাইল্যান্ডের চার পশু চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শাবকটির চিকিৎসায় যুক্ত হন। ফিজিওথেরাপি, কৃত্রিম অঙ্গের ব্যবস্থাও হয়। হস্তি শাবকটি উন্নত চিকিৎসায় কিছুটা সাড়াও দিয়েছিলো। কিন্তু আচমকাই সোমবার দুপুরে অবস্থার অবনতি হয়। হস্তি শাবক আশার মৃত্যু হয়।
এদিন ট্রাইপ্যানোসোমায় আক্রান্ত হস্তিশাবকের মৃত্যু প্রসঙ্গে কার্শিয়াঙ বনবিভাগের ডিএফও দেবেশ পান্ডে বলেন, টানা ২২দিনের অক্লান্ত পরিশ্রমের পরেও শেষরক্ষা হলোনা। এই ২২দিন প্রত্যেক বনকর্মী, চিকিৎসক, ভারতীয় সেনা, স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা হস্তিশাবকটিকে সুস্থ করে তুলতে অক্লান্ত চেষ্টা করেছেন। ট্রাইপ্যানোসোমা থেকে প্রোটোজোয়া ইনফেকশনের দরুন হস্তিশাবকটির মৃত্যু হয়েছে। হস্তিশাবক ‘আশা’কে চিকিৎসা করতে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে তা আগামীদিনে সহায়ক হবে।
Elephant Cub Dies
ট্রাইপ্যানোসোমায় আক্রান্ত হস্তিশাবকের মৃত্যু

×
Comments :0