জয় দিয়েই ২০২৩ হকি বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত। শুক্রবার ওডিশার রাউরকেলার বিরসা মুন্ডা হকি স্টেডিয়ামে ভারতের প্রতিপক্ষ ছিল স্পেন। সেই ম্যাচ ২-০ গোলের ব্যবধানে জিতে নিল টিম ইন্ডিয়া।
এদিন ম্যাচের প্রথম কোয়ার্টারে ভারতকে এগিয়ে দেন অমিত রোহিদাস। দলের ব্যবধান বাড়ান হার্দিক সিং। তাঁর শট স্প্যানিশ রক্ষণভাগের এক খেলোয়াড়ের হকি স্টিকে লেগে গোলে ঢোকে। এদিন অল্পের জন্য গোল মিস করেন ভারতের অধিনায়ক হারমানপ্রিত সিং। তিনি দ্বিতীয়ার্ধে পেনাল্টি মিস করেন।
এই নিয়ে পরপর দুইবার ভারত এবং ওডিশা হকি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল। ভারত হকি বিশ্বকাপের ‘পুল-ডি’তে রয়েছে। গ্রুপ পর্যায়ে শীর্ষস্থান ধরে রাখতে পারলে সরাসরি কোয়ার্টার ফাইনালে যাওয়ার সুযোগ থাকছে ভারতের সামনে। ২০১৮’র বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের কাছে ২-১ গোলে হেরে কাপ জয়ের স্বপ্নভঙ্গ ঘটে ভারতের। তাই এবার কোয়ার্টার ফাইনালের বাঁধা টপকাতে মরিয়া ‘মেন ইন ব্লুজ’।
Comments :0