রাজ্যপালকে দেওয়া চিঠিতে নিজেদের দাবি এবং আন্দোলনের কথা উল্লেখ করেছেন চাকরি প্রার্থীরা। তাদের দাবি তারা রাজ্যপালের সাথে দেখা করে নিজেদের বঞ্চনার কথা এবং মেধার ও যোগ্যতার ভিত্তিতে চাকরির দাবিতে তারা যেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন তা তুলে জানাতে চান। তবে রাজভবনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই চিঠির কোন উত্তর দেওয়া হয়নি বলেই জানা যাচ্ছে।
শীত, গ্রীষ্ম, বর্ষা উপেক্ষা করেই চাকরি প্রার্থীরা লাগাতার ধর্না চালিয়ে যাচ্ছেন। মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে তারা নিজেদের বঞ্চনার কথা বলতে চেয়েছে কিন্তু তারা তা পারেনি। বার বার গ্রেপ্তার হতে হয়েছে।
চাকরি প্রার্থীদের এই আন্দোলনের প্রসঙ্গে সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, ‘‘আদালতে লড়াই যেমন চলছে রাস্তায় থেকেও লড়াই চলবে। যারা চুরি করেছে তাদের শাস্তি দিতে হবে।’’
Comments :0