দিল্লির ফলাফল সামনে আসার পর প্রথম বিবৃতি দিলেন কেজরিওয়াল। আপের পক্ষ থেকে এক্সহ্যান্ডেলে পোস্ট করা ভিডিওতে তিনি বলেন, ‘‘মানুষের রায় মাথা পেতে নিচ্ছি। বিজেপিকে অভিনন্দন জানাই তাদের এই জয়ের জন্য। আশা রাখি মানুষ তাদের ওপর ভরসা করে যেই রায় দিয়েছেন সেই রায়ের ভরসা তারা রাখবেন।’’
দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘গত দশ বছর আপ সরকার চেষ্টা করেছে মানুষের উন্নতির জন্য। দিল্লির পরিকাঠামোগত উন্নয়নের চেষ্টাও সরকার করেছে।’’
আপ প্রধানের কথায়, আপ গঠনমূলক বিরোধীতার পাশাপাশি সাধারণ মানুষের দাবি দাওয়া নিয়ে লড়াই করবে, তাদের পাশে থাকবে।
তিনি বলেন, ‘‘আমরা ক্ষমতার জন্য রাজনীতি করিনা। রাজনীতি করি মানুষের হয়ে কাজ করার জন্য।’’ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য দলীয় কর্মীদের প্রতি কৃতঞ্জতা জানান আপ প্রধান ।
Comments :0