পরিকল্পনা করে মুর্শিদাবাদে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা হয়েছে। সোমবার মুর্শিদাবাদে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ওয়াকফ বিলকে কেন্দ্র করে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায়। দাঙ্গা ঠেকাতে গিয়ে মৃত্যু হয় দুজন সিপিআই(এম) কর্মীর।
সুতি ও ধুলিয়ানে সাম্প্রদায়িক উত্তেজনাকে ঠেকাতে পুলিশ গুলি চালায়, সাংবাদিক সম্মেলন করে কথা স্বীকারও করেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।
মুর্শিদাবাদের নিহতদের পরিবারের সদস্যদের সাথে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘‘আক্রান্ত বিভিন্ন এলাকায় সম্প্রদায় নির্বিশেষে অভিন্ন অভিযোগ হলো পুলিশ সময়মতো আসেনি। পুলিশ সময়মতো ব্যবস্থা নেয়নি। থানা থেকে গাড়িতে পাঁচ মিনিট দূরত্বে হিংসা হয়েছে। পুলিশ পৌঁছেছে সাড়ে ৩ ঘন্টা বাদে।’’
সেলিম বলেছেন, ‘‘পুলিশ সংখ্যাগুরুবাদী রাজনৈতিক লাইন নিয়ে চলছে। যাঁরা সংখ্যালঘু, যে যেখানেই হোক, তাঁর কোনও অধিকার তাকবে না। এমনকি শান্তিতে থাকার অধিকার পর্যন্ত থাকবে না।’’
উল্লেখ্য এলাকাবাসীদের পক্ষ থেকে বার বার অভিযোগ করা হয়েছে থানায় খবর দেওয়া হলেও পুলিশ আসেনি। এমনকি পাশের জেলা থেকেও মানুষদের আসতে দেয়নি আক্রান্তদের পাশে দাঁড়ানোর জন্য।
এদিন মুখ্যমন্ত্রীর মুখে এই সব কোন কথা শোনা যায়নি। তিনি বিজেপিকে নিশানা করেছে পহেলগামের ঘটনা নিয়ে তিনি বলেন, ওরা আগে সীমান্ত রক্ষা করুক।
উল্লেখ্য মুর্শিদাবাদ হোক আর পহেলগাম উভয় ক্ষেত্রেই গোয়েন্দা বিভাগের ব্যার্থতা সামনে এসেছে।
Mamata Banarjee
মুর্শিদাবাদে মমতা, বললেন পরিকল্পিত ঘটনা

×
Comments :0