Orisha

ছুটি না পেয়ে হাতে স্যালাইন নিয়ে স্কুলে এলেন শিক্ষক

জাতীয়

ছুটি না পেয়ে হাতে স্যালাইনের চ্যানেল নিয়েই স্কুলে ক্লাস করাতে আসতে বাধ্য হলেন শিক্ষক। ঘটনা ঘটেছে ওড়িশার বালাঙ্গীরে। প্রকাশ ভোই ভইসাঁ আদর্শ বিদ্যালয়ের অঙ্কের শিক্ষক। তিনি অসুস্থতার কারণে স্কুল কর্তৃপক্ষের কাছে ছুটির আবেদন করেন। তাঁর কথায়, স্কুলের প্রধান শিক্ষিকা ছুটি মঞ্জুর না করে নির্দেশ দেন বালাঙ্গিরে জেলা শিক্ষা আধিকারিকের দপ্তরে গিয়ে দেখা করার জন্য।
শারীরিক পরিস্থিতি খারাপ থাকা সত্ত্বেও তিনি জেলা শিক্ষা আধিকারিকরে কাছে যান। ওই শিক্ষক জানিয়েছেন প্রধান শিক্ষিকার কথায় জেলা শিক্ষা আধিকারিকের কাছ থেকে দেখা করে তাকে ফের স্কুলে যেতে হয়। তাঁর শারীরিক অবস্থার অবনতি দেখেও স্কুল কর্তৃপক্ষ ছুটি না দিয়ে কাজে করার নির্দেশ দেয়। পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন কাজ শেষ করে রাতে বাড়ি ফিরতে হয় তাকে।
পর দিন সকালে স্কুলে যাওয়ার সময় স্থানীয় এক চিকিৎসকের পরামর্শে বাধ্য হয়ে হাতে স্যালাইন লাগিয়ে স্কুলে যান তিনি। জানা যাচ্ছে তাকে ওই অবস্থায় দেখে অন্যান্য শিক্ষকরা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। শনিবার স্থানীয় সংবাদমাধ্যমে ওই শিক্ষক জানিয়েছেন যে প্রধান শিক্ষিকা এর আগেও তাঁর সঙ্গে পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন। তিনি ছুটি চাইলে ছুটি দেওয়া হয় না বলে অভিযোগ তুলেছেন। জেলা শিক্ষা আধিকারিক এই বিষয়ে জানিয়েছেন যে অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।

Comments :0

Login to leave a comment