রাহুল লিখেছেন, ‘‘নিয়োগ নিয়ে দুর্নীতি অত্যন্ত নিন্দনীয়, যারা এই দুর্নীতির সাথে যুক্ত তাদের বিচার প্রক্রিয়ায় এনে শাস্তির প্রয়োজন। তবে যেই যেই চাকরি প্রার্থীরা স্বচ্ছ ভাবে নিয়োগ পেয়েছেন যারা যোগ্য তাদের প্রতি কোন অন্যায় হওয়া উচিত নয়।’’
তিনি চিঠিতে উল্লেখ করেছেন যোগ্য চাকরি প্রার্থীদের জন্য রাজ্য সরকার যাতে সঠিক পদক্ষেপ নেয়। যোগ্যরা যাতে কাজে বহাল থাকে সেই দিকে সরকারের নজর দেওয়া উচিত বলে উল্লেখ করেছেন রাহুল গান্ধী।
গত বৃহস্পতিবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে সুপ্রিম কোর্ট ২৫,৫৭২ জনের চাকরি বাতিলের রায় জানায়। কয়েক বছর ধরেই ২০১৬ সালের এসএসসি নিয়োগ দুর্নীতির মামলা চলছে আদালতে। একাধিকবার আদালতের পক্ষ থেকে এসএসসিকে নির্দেশ দেওয়া হয়েছে যোগ্য এবং অযোগ্যদের তালিকা আদালতের কাছে জমা দেওয়ার। কিন্তু সেই তালিকা জমা দেয়নি এসএসসি।
রাজ্য সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে চাকরি হারিয়েছে যোগ্য চাকরি প্রার্থীরা। আর এই রায়ের ফলে চাকরিহারা সহ লক্ষাধিক মানুষ সঙ্কটের মুখে পড়েছেন।
Comments :0