তিস্তা নদীতে কুড়িয়ে পাওয়া মর্টার সেল ধরে নাড়াচারা করার সময় সেল ফেটে ঘটনাস্থলে ১ জনের মৃত্যু হয়। চারজন গুরুতর আহত হয়। হাসপাতালে আরও একজন মারা যায়। বৃহস্পতিবার সন্ধায় ঘটনাটি ঘটে ক্রান্তি ব্লকের চাপাডাঙা গ্রাম পঞ্চায়েতের পন্ডিত পাড়ায়। পন্ডিত পাড়ার পাশ দিয়ে তিস্তা নদীর চর। গ্রামের মানুষ কাঠ কুড়াতে গিয়ে কাঠের সাথে মর্টার সেল কুড়িয়ে আনে। বাড়িতে বিষ্ফোরণে জড় হওয়া বাচ্চারা নিহত ও আহত হয়। ওখানে নদীর চরে পড়ে থাকা সেল তুলে বাড়ি নিয়ে আসার পর। এই ঘটনা। মৃত ও আহতদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠান হয়েছে। ক্রান্তি পুলিশ ফাড়ির ওসি ও অন্যান্য পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে গেছেন। নিহত ও আহতদের নাম জানা যায় নি। অনুমান করা হচ্ছে সিকিমের বারদাং জেলায় তিস্তার জলে যে সেনাবাহিনীর কাজে ব্যবহৃত কামানের গোলা ও গুলি বারুদ যা ভেসে ওই চাপা ডাঙার পন্ডিতপাড়া সংলগ্ন তিস্তার চরে এসেছিল। নিহত ও আহতদের বয়স সাত থেকে নয় এর মধ্যে।
Jalpaigurione
তিস্তায় কুড়িয়ে পাওয়া সেল ফেটে মৃত দুই, জখম ৪
×
Comments :0