Rape and Murder

আলিপুরদুয়ারে যুবতীকে ধর্ষণ করে খুনের অভিযোগ, বিচার চেয়ে রাস্তা অবরোধ

রাজ্য জেলা

রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন আলিপুরদুয়ারে। তাঁর সফরে থাকাকালীন মঙ্গলবার যুবতীকে ধর্ষণ করে খুনের অভিযোগ। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বুধবার বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের জয়গাঁও থানা এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ২২ বছর বয়সী যুবতী স্থানীয় চা বাগানে শ্রমিকের কাজ করতেন। পুলিশ এই ঘটনায় বাবলু টেলি নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বুধবার সকাল থেকে ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় দফায় দফায়। স্লোগান ওঠে ‘উই ওয়ান্ট জাষ্টিস’, ‘আমরা বিচার চাই’। যদিও প্রশাসনের আশ্বাসে তিন ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। এই ধর্ষণ ও খুনের ঘটনা যেখানে হয়েছে সেখান থেকে ১০ কিলোমিটার দূরে মালঙ্গি এলাকায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রীর আলিপুরদুয়ার সফরের মাঝেই ফের ধর্ষণ করে খুনের ঘটনায় ফের নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
চা বাগানে যুবতীর দেহ উদ্ধারের  দলবেঁধে ধর্ষণ করে খুনের অভিযোগ করেছেন পরিবার ও স্থানীয় মানুষজন। পরিবারের অভিযোগ তাদের মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। পরিবার ও স্থানীয়দের দাবি ঘটনায় বেশ কয়েকজন যুক্ত। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। ঘটনার সঙ্গে যুক্ত বাকিদের গ্রেপ্তারের দাবিতে এশিয়ান হাইওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত যুবতীর সঙ্গে এলাকার বাসিন্দা বাবলু টেলি নামে এক তরুণের প্রেমের সম্পর্ক ছিল। হঠাৎই সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। মঙ্গলবার সকালে বাবলু ডাকায় যুবতী বাড়ি থেকে বের হন। কিন্তু বিকেল পর্যন্ত তাঁর কোনও হদিস না পেয়ে জয়গাঁ থানার দ্বারস্থ হন পরিবারের লোকেরা। পুলিশ তরুণকে আটক করে থানায় নিয়ে আসে। রাতে চা বাগানের ঝোপ থেকে উদ্ধার হয় তরুণীর দেহ। পরিবারের অভিযোগ, তাঁদের মেয়েকে ধর্ষণ করে খুন করেছে। ঘটনার সঙ্গে একাধিক ব্যক্তি রয়েছে বলেও অভিযোগ করা হয়। তদন্ত শুরু হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকাল থেকে ওই যুবতী নিখোঁজ ছিল। পরে রাত সাড়ে ১২টা নাগাদ যুবতীর দেহ উদ্ধার হয় চা বাগানের একটি নালায়। রাতেই অভিযুক্ত যুবক বাবলু টেলিকে গ্রেপ্তার করে পুলিশ। আলিপুরদুয়ারে ফের ধর্ষণ ও খুন ঘটনায় ফের প্রশ্নের মুখে নারী নিরাপত্তা।

Comments :0

Login to leave a comment