জিম লেকার, অনিল কুম্বলেকে স্পর্শ করলেন আজাজ প্যাটেল
-
গণশক্তির প্রতিবেদন
- Dec 04, 2021 16:29 [IST]
- Last Update: Dec 04, 2021 16:29 [IST]
ভারতের বিপক্ষে মুম্বাই টেস্টে ১০ উইকেট তুলে নিলেন নিউজিল্যান্ডের স্পিনার আজাজ প্যাটেল। ৪৭.৫ ওভার বল করে ১০ ভারতের উইকেট তুলে নেন তিনি। প্রথম দিনের শেষে ভারতের স্কোর ছিল ৪ উইকেটে ২২১ রান। এদিন আজাজের বিধ্বংসী বোলিংয়ের সামনে ৩২৫ রানে অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া। একাই ভারতের প্রথম ইনিংস শেষ করে দিলেন আজাজ প্যাটেল। জিম ল্যাকার এবং অনিল কুম্বলের পর বিশ্বের তৃতীয় বোলার হিসেবে টেস্টের এক ইনিংসে ১০ উইকেট তুলে নিলেন তিনি। শনিবার ১০ উইকেট তুলে নিয়ে স্পর্শ করলেন জিম লেকার এবং অনিল কুম্বলের রেকর্ডকে। মুম্বই টেস্টের প্রথম দিন চার উইকেট নিয়েছিলেন। এদিন সকালে তিনি আরও ছয় উইকেট তুলে নেন।আজাজের বলে শূন্য রানে আউট হয়েছেন বিরাট কোহলি, চেতশ্বর পুজারা এবং রবিচন্দ্রন অশ্বিন। মায়াঙ্ক আগারওয়াল একাই ১৫০ রান করেছেন। ৪৪ রানের ইনিংস খেলেছেন শুভমান গিল। অক্ষর প্যাটেল করেছেন ৫২ রান।
এদিন ভারতীয় বোলারদের দুরন্ত বোলিংয়ে ৬২ রানেই শেষ নিউজিল্যান্ডের ইনিংস।