ট্রেন দুর্ঘটনায় আহতদের পাশে রেড ভলেন্টিয়াররা
-
গণশক্তির প্রতিবেদন
- Jan 14, 2022 18:17 [IST]
- Last Update: Jan 14, 2022 18:17 [IST]
গতকাল ময়নাগুড়ির দোমোহনিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সাহায্যের জন্য সকাল থেকেই জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি আহতদের পাশে থাকতে দেখা গেলো রেড ভলান্টিয়ারদের। শুক্রবার সকাল থেকেই রেড ভলান্টিয়ার এর সদস্যরা আহত ব্যক্তিদের ঔষধ পৌঁছে দেওয়া তাদের প্রয়োজনীয় জিনিসপত্র এনে পৌঁছে দিতে লক্ষ্য করা যায়। শুক্রবার সকালে পার্টির জলপাইগুড়ি জেলা সম্পাদক সলিল আচার্য, পার্টিনেতা পীযূষ মিশ্র সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছে আহত ব্যক্তিদের সাথে কথা বলেন রাজস্থান ও কোচবিহার জেলার তুফানগঞ্জ এলাকার পার্টি কমরেড কয়েকজন গতকাল ট্রেনে যাত্রী ছিলেন তারাও ভর্তি রয়েছেন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পার্টি নেতৃত্ব তাদের পরিবার-পরিজনের সাথে যোগাযোগ করিয়ে দেন কথা বলেন সকল আহত যাত্রীদের সাথে তাদের সুস্থতা কামনা করেন। মর্গের সামনে পৌঁছে পার্টি নেতৃত্ব নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সাথে কথা বলে তাদের প্রতি সমবেদনা জানান।
রেড ভলান্টিয়ারদের পক্ষে শুভম সাহা বলেন আমরা দুর্ঘটনার খবর শোনা মাত্র হাসপাতালে পৌঁছে যাই সেই তখন থেকে এখন পর্যন্ত আমাদের কমরেডরা মানুষের পাশে সর্বতোভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন যে সমস্ত ফোন নাম্বার গুলি দেওয়া হয়েছিল মানুষ তাদের সাথে আহত ও নিহত ব্যক্তিদের খোঁজখবর করার জন্য যোগাযোগ করেন। এখনো পর্যন্ত প্রায় চল্লিশজনের মতো রেড ভলান্টিয়ার্সরা রক্ত দিয়েছে । আমাদের কমরেডরা হাসপাতালেও আছে, মানুষের প্রয়োজনে আমরা সর্বতোভাবে পাশে আছি।