জাতভিত্তিক বৈষম্য কাল্পনিক নয়
আমরা অনেকেই খুব সহজে অনেক সময়ে কোনো বন্ধুকে বলে থাকি, ‘তোর আর কিসের চিন্তা, তুই তো দিব্যি চান্স পেয়ে যাবি। এসসি কাট অফ অনেক কম।’ বা চায়ের দোকানের আড্ডা-আলোচনায় শুনেই থাকি, ‘এই সব রিজারভেশনের কারণেই দেশটার বারোটা বেজে গেল; মেরিটের কোনো দাম-ই নেই!’ নিজের পছন্দের কলেজে ভর্তি না হতে পেরে বা চাকরির পরীক্ষায় সফল না হতে পেরে স্বাভাবিকভাবেই রাগ হয়েছে হয়তো কখনো সেই ছেলে বা মেয়েটির ওপর, যে কি না আমার চেয়ে কম নম্বর পেয়েও সুযোগ পেয়ে গেলো। অথচ আমি, ওর চেয়ে বেশি ‘যোগ্য’ হয়েও… ধূর বাবা! প্রাইভেট সেক্টরে আর যাই সমস্যা থাকুক, ওরা অন্তত মেরিটের দাম বোঝে।