তেলেঙ্গানায় করোনা আক্রান্ত ৪৩ জন পড়ুয়া
-
গণশক্তির প্রতিবেদন
- Dec 06, 2021 13:55 [IST]
- Last Update: Dec 06, 2021 13:55 [IST]
তেলেঙ্গানার করিমনগর জেলার বোমাকালের চালমেদা আনন্দ রাও ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস কলেজ ৪৩ জন মেডিক্যাল পড়ুয়া করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা যাচ্ছে। এই পরিস্থিতিতে কর্তৃপক্ষের পক্ষ থেকে সমস্ত ক্লাস স্থগিত রেখেছে এবং ক্যাম্পাস বন্ধ রেখেছে।
সূত্রের খবর কিছুদিন পূর্বে ওই কলেজে একটি বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনেকে মনে করছেন ওই অনুষ্ঠান থেকেই সংক্রমণ ছড়িয়েছে।
করিমনগর জেলা চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক ডাঃ জুভেরিয়া জানিয়েছেন বার্ষিক দিবসের অনুষ্ঠানের জন্য এত লোকের সমাবেশ সম্পর্কে সরকারকে জানান হয়নি। অনুষ্ঠানের সময় অনেকের মুখে মাস্ক ছিলনা বলে জানা গেছে।
সূত্রের খবর এখনও পর্যন্ত ২০০ জন পড়ুয়ার পরীক্ষা করা হয়েছে। মোট ১০০০ জনের করোনা পরীক্ষা করা হবে বলে জানা যাচ্ছে।