মার্কিন যুক্তরাষ্ট্রে বাড়ছে সংক্রমণ
-
গণশক্তির প্রতিবেদন
- Jan 13, 2022 17:00 [IST]
- Last Update: Jan 13, 2022 17:00 [IST]
মার্কিন যুক্তরাষ্ট্রে ওমিক্রন প্রকরণের জন্য বেড়ে চলেছে সংক্রমণ। যার জেরে চাপ বাড়তে শুরু করেছে মার্কিন স্বাস্থ্য ব্যাস্থার ওপরে। বিশেষঞ্জদের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে ডেল্টা থেকে ওমিক্রনে মৃত্যুর হার কিছুটা কম। তবে যারা এখনও পর্যন্ত করোনা প্রতিষেধক নেননি তারা যাতে দ্রুত প্রতিষেধক নেয় তার আবেদন করা হচ্ছে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে। একজন মার্কিন অধিকারিক জানিয়েছেন যে ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক জায়গায় স্বাস্থ্য পরিকাঠামোর ওপর চাপ বাড়তে শুরু করেছে সংক্রমণের হার বাড়ার কারণে।
নিউ ইয়র্কে সংক্রমণের হার সব থেকে বেশি বলে জানা যাচ্ছে। হাসপাতাল গুলিতে করোনা রোগীর সংখ্যা বাড়ার কারণে ইতিমধ্যে বহু হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে বড় বড় অপরেশন বন্ধ রাখা হয়েছে।
প্রসঙ্গত ডিসেম্বরের শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে যখন ওমিক্রনের প্রভাব বাড়তে শুরু করে সেই সময় সাধারণ মানুষ কোন রকমের করোনা কেন্দ্রিক বিধি নিষেধকে মান্যতা না দিয়ে উৎসবে মেতে ওঠে। যার জেরে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিদিন লাফি লাফি বাড়ছে সংক্রমণ।