বাদল অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড হলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়ন।
মঙ্গলবার অধিবেশনের শুরুতে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখর ডেরেকের সাসপেন্ড হওয়ার কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন সংসদের অভ্যন্তরে অনৈতিক আচরনের জন্য তাঁকে বাকি অধিবেশনের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চলতি বাদল অধিবেশনে ধনখরের সাথে বার বার বিতন্ডায় জড়িয়েছে ডেরেক। সোমবার রাজ্যসভায় দিল্লি বিল নিয়ে আলোচনার সময় ডেরেকের উদ্দেশে ধনখর বলেন, "আপনার নাটকীয় ভঙ্গি বন্ধ করুন। আপনি ভাবছেন বাইরে এর জন্য আপনি প্রচার পাবেন। কিন্তু আপনি আপনার জায়গা নষ্ঠ করছেন।"
ডেরেক যেদিন সাসপেন্ড হলেন সেই দিন থেকে অর্থাৎ আজ থেকে লোকসভায় শুরু হচ্ছে অনাস্থার ওপর আলোচনা। তৃণমূল এখন ডেরেকের বিষয়কে হাতিয়ার করে লোকসভা থেকে ওয়াকআউট করে কি না দেখার। কারণ অতীতে এই ঘটনা অনেক হয়েছে।
Derek O rayon
বাকি অধিবেশনের জন্য সাসপেন্ড ডেরেক
×
Comments :0