Yuba Bharati Messi

‘পদত্যাগের ইচ্ছা’ ক্রীড়ামন্ত্রীর, একাধিক শো-কজ, অপসৃত যুবভারতীর সিইও

রাজ্য কলকাতা

পদত্যাগের ইচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এদিকে সূত্রের উল্লেখ করে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের দাবি, ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব ছাড়তে চেয়ে পাঠানো চিঠিটি গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 
গত ১৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির সফর ঘিরে হয় চরম বিশৃঙ্খলা। মেসিকে দেখতে না পেয়ে হতাশ দর্শকরা নেমে আসেন মাঠে। ভাঙচুরও হয়।
মেসিকে ঘিরে থাকা ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং আরও কিছু সাঙ্গোপাঙ্গের জন্য দেখা যায়নি মেসিকে। ভিড়ের মধ্যে একদল লোককে দেখা যায় যাদের থাকার কথা ছিল না বলে জানা গিয়েছে। মেসির ম্যানেজারই মনে করেন যে নিরাপত্তার সমস্যা হচ্ছে। মেসিকে বের করে নেওয়ার পরই ক্ষোভ তীব্র হয়। ঘটনা হলো, মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদেরও মেসিকে ঘিরে থাকা বৃত্তে দেখা গিয়েছে। সেলফি তোলার হিড়িকে মেসিকে দেখতে পাননি হাজার হাজার টাকায় টিকিট কেটে আসা দর্শকরা। যুবভারতীতে সেদিন পানীয় জল, শুকনো খাবারও বিক্রি হয়েছে চড়া দামে।
মঙ্গলবার রাজ্যের মুখ্য সচিবের দপ্তর প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার একাধিক শো-কজ নোটিস পাঠিয়েছেন। যুবভারতীর সিইও পদ থেকে সরানো হয়েছে দেবকুমার নন্দনকে। 
বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমারকেও শো-কজ করা হয়েছে। বিধাননগর কমিশনারেটের ভূমিকা কী ছিল। কিভাবে বিশৃঙ্খলা হয়েছে তা বিশদে জানতে চাওয়া হয়েছে।
ডিসিপি অনীশ সরকারকে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছে মুখ্য সচিবের দপ্তর। ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের প্রিন্সিপাল সচিব রাজেশ কুমার সিন্‌হাকেও কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে।  
এর আগেই বিশেষ তদন্ত দল বা সিট গঠিত হয় আইপিএস পীযূষ পাণ্ডে, এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামিম, এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার এবং বারাকপুরের পুলিশ কমিশনার মুরলিধরকে নিয়ে।
তবে তদন্ত আদৌ সঠিক জায়গায় পৌঁছাবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। বেসরকারি আয়োজকের সঙ্গে তৃণমূলের একাংশের ঘনিষ্ঠতা, যুবভারতীর নিয়ন্ত্রণ নিয়ে দুই মন্ত্রীর বিরোধ থেকে মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের সেলফি তোলার হিড়িকে শামিল হওয়ার মতো ঘটনাক্রম সেই প্রশ্নকে জোরালো করেছে। কিন্তু এ সবের মধ্যেই মেসির চার শহর সফরে কেবল কলকাতাকে ঘিরেই কালো দাগ পড়ে রইল বিশ্ব মঞ্চে।

Comments :0

Login to leave a comment