উগ্র দক্ষিণপন্থার সঙ্গে বামপন্থী প্রার্থীর টান টান লড়াই চলছে চিলির রাষ্ট্রপতি নির্বাচনে। রবিবার প্রায় ১ কোটি ৫৭ লক্ষ ভোট পড়েছে নির্বাচনের চূড়ান্ত পর্বে।
প্রথম পর্বের ভোটে বামপন্থী প্রগতিশীল শক্তির প্রার্থী জেনেট জারা এগিয়ে ছিলেন দক্ষিণপন্থী জোসে অ্যান্টোনিও কাস্টের চেয়ে।
কাস্টের ঘোষিত ‘রোল মডেল’ আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তাঁর প্রচারের প্রধান বিষয় অপরাধ এবং অনুপ্রবেশ। জিতলে গণহারে ফেরত পাঠানোর ঘোষণা করে ভোটে নেমেছেন তিনি।
অন্যদিকে কমিউনিস্ট পার্টির নেত্রী জারা জনতার অধিকারের দাবিকে সামনে রেখেই লড়ছেন ভোটে। প্রথম পর্বে জারা পেয়েছিলেন ২৬.৮ শতাংশ ভোট। কাস্ট পেয়েছিলেন ২৩.৯ শতাংশ ভোট। কিন্তু দক্ষিণপন্থী অন্য প্রার্থীরাও ছিলেন প্রথম পর্বে। দ্বিতীয় পর্বে তাদের ভোট কাস্টের বাক্সে জমা হওয়ার সম্ভাবনা প্রবল।
জারা লাতিন আমেরিকার দেশগুলির সম্পর্ককে জোরালো করার পক্ষে। ঠিক উলটোমুখে কাস্টের বিদেশনীতি সরাসরি আমেরিকার অনুগত হওয়ার পক্ষে
chile election
চিলিতে ভোট, বামপন্থী জারা বনাম উগ্র দক্ষিণপন্থী কাস্টের চলছে লড়াই
×
Comments :0