মঙ্গলবার সাতসকালে ফের দুর্ঘটনা মা উড়ালপুলে। একের পর এক গাড়ির সংঘর্ষের মাঝে গুরুতর আহত হন এক বাইক আরোহী। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় সমস্যার সম্মুখীই হন বহু নিত্যযাত্রী। পরে,ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।
মা উড়ালপুলে একটি গাড়ি ডিভাইডারে ধাক্কা মেরে পাশের লেনে চলে আসে। উল্টোদিকের লেনের একটি গাড়িতে ধাক্কাও মারে ওই গাড়িটি। তৎক্ষণাৎ সেই গাড়িটি পিছনের একটি বাইকে ধাক্কা দেয়। তাতেই গুরুতর ভাবে আহত হন ওই বাইক আরোহী। প্রতক্ষ্যদর্শীরা জানাচ্ছেন, দুর্ঘটনার জেরে ওই বাইক আরোহীকে রাস্তায় অচৈতন্য অবস্থায় পরে থাকতে দেখা যায়। পরে অ্যাম্বুলেন্সে করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার শারীরিক অবস্থার উপর নজর রাখছেন চিকিৎসকরা।
তবে কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা স্পষ্ট নয়। মা উড়ালপুলে যান চলাচলের গতির ঊর্ধ্বসীমা নির্দিষ্ট করা হলেও ওই গাড়িটি বেশ জোরে আসছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা। দুর্ঘটনার অভিঘাত এতটাই হয় যে গাড়ির বেশ কিছুটা অংশ দুমড়ে গিয়েছে বলেও জানা যাচ্ছে। এখনো অবধি ওই গাড়ির চালকের সন্ধান মেলেনি। এই ঘটনার ফলে মা উড়ালপুলে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। পরে পুলিশের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এর আগে সেপ্টেম্বর মাসেও পরপর তিনটি গাড়ির সংঘর্ষ হয়। পরপর দুর্ঘটনায় মা উড়ালপুলে গতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন।
Accident
মা উড়ালপুলে দুর্ঘটনা, আহত ১
×
Comments :0