Fire in AIIMS

দিল্লি এইমসে আগুন

জাতীয়

সোমবার সকালে হঠাৎ আগুন আতঙ্ক ছড়ালো দিল্লি এইমসে। এদিন সকালে হাসপাতালের এন্ডোস্কপি বিভাগে আগুন লাগে। আতঙ্ক তৈরি হয় রোগী, তাদের আত্মীয় পরিজন এবং চিকিৎসকদের মধ্যে। আগুন বড় কোন চেহারা নেওয়ার আগেই দমকলের আটটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে। আগুন নিয়ন্ত্রণে আনে তারা। 
হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগুন লাগার কারণে রোগীদের নিরাপদ স্থানে সড়িয়ে নেওয়া হয়। এই আগুন লাগার ফলে কেউ আহত হয়নি। তবে কি কারণে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আগুন লাগার কারণে বন্ধ হয়ে যায় হাসপাতালের জরুরী পরিসেবা। চিকিৎসার জন্য আসা রোগী এবং আত্মীয়দের হাসপাতালের গেট থেকেই জানিয়ে দেওয়া হয় সাপদারজং হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে যে আনুমানিক বেলা ১১:৫৪ নাগাদ আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে হাসপাতালের ডিরেক্টর ঘটনাস্থলে এসে গোটা বিষয়টি খতিয়ে দৃখছেন বলে খবর।

Comments :0

Login to leave a comment