জেলা আদালতেও ধাক্কা খেল বিশ্বভারতী। অমর্ত্য সেনকে বিশ্বভারতীর উচ্ছেদের নোটিশে স্থগিতাদেশ দিল সিউড়ি জেলা আদালত। যদিও, এই নোটিশে আগেই অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ফের ১৬ সেপ্টেম্বর এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। ততদিন পর্যন্ত 'প্রতীচী' বাড়ির জমি খালি করতে পারবে না বিশ্বভারতী কর্তৃপক্ষ। অমর্ত্য সেনের আইনজীবী সৌমেন্দ্র রায় চৌধুরী বলেন, "এতদিন দুপক্ষের সাওয়াল-জবাব শুনেছেন মহামান্য আদালত। এদিন রায় দেওয়ার দিন ছিল৷ আপাতত স্টে অর্ডার দিয়েছেন। পাশাপাশি বিশ্বভারতীর কাছে নথি চাওয়া হয়েছে। ১৬ সেপ্টেম্বর ফের দিন দেওয়া হয়েছে। ততদিন বিশ্বভারতী কোন পদক্ষেপ নিতে পারবে না।"
Amartya Sen
অমর্ত্যকে উচ্ছেদের নির্দেশে স্থগিতাদেশ জেলা আদালতেও
×
Comments :0