Jalpaiguri Bodies

তিস্তার পাড়ে মিলল সিকিমের আরও ২ দেহ

জেলা

জলপাইগুড়ি সদর ব্লকের নন্দনপুর এলাকা থেকে উদ্ধার ২ দেহ।

দীপশুভ্র সান্যাল

হড়পা বানে মৃত অন্তত ৫৩। সিকিমে শনিবারও খোঁজ নেই আরও ১৪০ জনের। তিস্তায় সামনে ভেসে আসছে দেহ। শনিবারও জলপাইগুড়িতে তিস্তার পার থেকে ২ জনের দেহ উদ্ধার হয়েছে। 

প্রশাসন জানাচ্ছে জলপাইগুড়িতে ভেসে আসা ২৭ জনের দেহ এর আগে উদ্ধার করা গিয়েছে। বন্যার বিভীষিকা পিছু ছাড়ছে না জলপাইগুড়িকেও। তিস্তা নদীর পাড়ের কোথাও না কোথাও মিলছে মৃতদেহ। শনিবার জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারী নন্দনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই দুই মৃতদেহ উদ্ধার হয়েছে। 

এদিন পুলিশ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা এই দুই দেহ উদ্ধার করেন। এই নিয়ে তিন দিনে জলপাইগুড়িতে উদ্ধার হয়েছে ২৯ দেহ। শনিবার যে দু’জনের দেহ উদ্ধার করা হয়েছে তাঁরা সেনাকর্মীর বলে মনে করছে প্রশাসন। 

দু’জনের দেহ নিয়ে আসা হয়েছে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে। রয়েছেন সেখানে সেনার আধিকারিক এবং কর্মীরা। দুই দেহ শনাক্তকরণ  প্রক্রিয়া চলছে বলে জানা গিয়েছে। 

এলাকাবাসীরা জানিয়েছেন, দু'দিন আগে থেকেই তীব্র গন্ধা ছড়িয়ে পড়ছিল এলাকায়। তাঁরা দেহ দেহ দু’টি দেখতে পেয়ে জানিয়ে ছিলেন প্রশাসনকে। তবে কাজ হয়নি। শনিবার উদ্ধার হলো এই দুই দেহ।

শনিবার কোতোয়ালি থানার পুলিশ ও এন ডি আর এফ কর্মীরা উদ্ধার করে দেহ দুটি।

( জলপাইগুড়ি সদর ব্লকের নন্দনপুর এলাকা থেকে উদ্ধার ২ দেহ। ছবি: প্রবীর দাশগুপ্ত)

Comments :0

Login to leave a comment