POETRY | ARITRA SHINGHA ROY | WORK WORK WORK | MUKTADHARA | 15 DECEMBER 2025 | 3rd YEAR

কবিতা | অরিত্র সিংহ রায় | কর্ম ছাড়া নয় জীবন | মুক্তধারা | ১৫ ডিসেম্বর ২০২৫ | বর্ষ ৩

নতুনপাতা/মুক্তধারা

POETRY  ARITRA SHINGHA ROY  WORK WORK WORK  MUKTADHARA  15 DECEMBER 2025  3rd YEAR

কবিতা

মুক্তধারা

কর্ম ছাড়া নয় জীবন

অরিত্র সিংহ রায় 
 

১৫ ডিসেম্বর ২০২৫ | বর্ষ ৩


---------------------------


কর্ম ছাড়া নয় জীবন 
          এই কথাটা সত্যি 
কর্ম ছাড়া নেই 
              কোনো অর্থের শক্তি।


সুইগি অথবা জোমাটো 
            আছে অনেক কাজ 
অর্থ উপার্জন করতে গিয়ে্ সহ্য                      

            করতে   হয় অপমান ও লাজ।  
 
ঢুকলে ফোনে অর্ডার
                 দিতে হয় ছুট
বৃষ্টিতে যতই ভিজুক না 
            জামা, প্যান্ট আর বুট।


পরিবারের কেউ খেতে পাবে না 
          এই কথা দেখে 
রোজ ভোরে কাজে যেতে হয় 
         বাড়ির কাজ করে রেখে।


তারা জৈষ্ঠ্য থেকে বৈশাখ 
              কাজ করে 
তাদের অসুখ হলেও 
      তারা কাজে বেরিয়ে পড়ে।


কর্ম করে যেতেই হবে 
      জীবন শুরুর থেকে শেষ 
আজ এইটুকুই 
             থাকুক বেশ।


-------------------------
অষ্টম শ্রেণী 
কল্যাণ নগর বিদ্যাপীঠ খড়দহ উত্তর ২৪ পরগনা 
উত্তর নাটাগড়, পান শিলা, উঃ ২৪ পরগনা,
৮৯৬১৮৫০৯৪৭

Comments :0

Login to leave a comment