হাসপাতালে ভর্তি করানোর টোপ দিয়ে মোটা টাকায় আদায় চলছে। রোগীর পরিজনদের থেকে এমন অভিযোগ পেয়েছিল কলকাতা পুলিশ। সোমবার কলকাতার এসএসকেএম হাসপাতাল চত্বর থেকে তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ।
কলকাতা পুলিশের দুষ্কৃতী দমন শাখা সোমবার সকালে হাসপাতাল থেকে গ্রেপ্তার করেছে তিন জনকে। পুলিশ জানিয়েছে, বেশ কিছুদিন ধরেই চলছিল এই জালিয়াতি। ভর্তি করিয়ে দেওয়ার নাম করে বেশ কিছু রোগীর পরিবারের থেকে টাকা তুলেছে। একাধিক অভিযোগ জমা পড়ছিল।
তিনজনই ভবানীপুর এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
এসএসকেএম হাসপাতালে বরাবরই রোগীর ভিড় লেগে থাকে। সেই তুলনায় বেড কম। বহু দূর থেকে আসা রোগীর বাড়ির লোক যে কোনওভাবে বেডের জন্য মরিয়া হয়ে ওঠেন। জেলা থেকে রেফার হতে থাকায় ফিরিয়ে নিয়ে গিয়ে চিকিৎসার সম্ভাবনা কমও থাকে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে একদল অসাধু কারবারে নেমে পড়েছে।
Comments :0