জামিন পেলেন জিয়াউল আলম সহ পাঁচ সিপিআই(এম) নেতা। জলপাইগুড়ির আদালতে সোমবার জামিন মিলেছে তাঁদের। সিপিআই(এম) জেলা দপ্তরে হামলা করেছিল তৃণমূল কংগ্রেস। অথচ বন্দি করে জেলে পাঠানো হয়েছিল সিপিআই(এম)’র এই পাঁচ নেতাকে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ডেপুটেশন দিতে গিয়ে বাধা পাওয়ার অভিযোগ তুলে জলপাইগুড়ির জেলা দপ্তরে চড়াও হয়েছিল তৃণমূল। পরিকল্পিত হামলা হয়, প্রতিরোধও হয়। কিন্তু জামিন অযোগ্য ধারায় সিপিআই(এম) নেতাদের নামে মামলা চাপায় পুলিশ। সিপিআই(এম) রাজ্য সম্পাদক মণ্ডলী সদস্য এবং সিআইটিইউ জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক জিয়াউল আলম, সম্পাদক পীযুষ মিশ্র, জেলা কার্যকরী কমিটির সদস্য সুদীপ চক্রবর্তী, এবিটিএ জেলা কমিটির সম্পাদক প্রসেনজিৎ রায়, এবিপিটিএ জেলার নেতা জ্যোতি বিকাশ কর বন্দি। অথচ আক্রান্ত তাঁরাই। তৃণমূল দুষ্কৃতীদের কেউ জেলে নেই।
গত কয়েকদিন জলপাইগুড়ির বিভিন্ন অংশ প্রতিবাদে শামিল হয়। শিল্পী, বুদ্ধিজীবী, বিশিষ্টরা সাংবাদিক সম্মেলন করে এই মনোভাবের প্রতিবাদ জানান। রবিবারই বিশাল মিছিল করে সিআইটিইউ সহ বিভিন্ন গণ সংগঠন। ছিলেন শিক্ষকরা। দখলদারির রাজনীতিতে প্রশয়ের প্রতিবাদ করা হয়।
সোমবার দুপুরে জামিন দিয়েছে আদালত। রায়ের বিস্তারিত এখনও জানা যায়নি।
সিপিআই(এম) জলপাইগুড়ি জেলা সম্পাদক সলিল আচার্য জানিয়েছেন সন্ধ্যা ৬টায় জেলের সামনে থেকে পাঁচ নেতাকে নিয়ে মিছিল হবে।
Comments :0