‘নব জোয়ার’ কর্মসূচিতে যোগ দিয়ে এবার ‘চোর চোর স্লোগান শুনতে হলো তৃণমূলের সেকেণ্ড ইন কমাণ্ড অভিষেক ব্যানার্জিকে! মঙ্গলবার রাতে বাঁকুড়ার খাতড়ার ইন্দপুরের ঘটনা৷ বিষয়টি প্রকাশ্যে আসতেই ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য৷
দলের 'নব জোয়ার' কর্মসূচিতে যোগ দিয়ে এবার 'চোর চোর স্লোগান শুনতে হলো তৃণমূলের সেকেণ্ড ইন কমাণ্ড অভিষেক ব্যানার্জিকে। মঙ্গলবার রাতে বাঁকুড়ার খাতড়ার কর্মসূচি সেরে ছাতনার কমলপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। সেখানেই তিনি রাত্রীযাপন করবেন। খাতড়া-বাঁকুড়া রাজ্য সড়ক ধরে তাঁর কনভয় যাওয়ার পথে ইন্দপুরের বাংলা জয়েন্ট মোড়ে ভীড়ের মধ্য থেকে কেউ বা কারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে 'চোর চোর' স্লোগান দিতে থাকে। যদিও তাঁর কনভয় এসব উপেক্ষা করেই গন্তব্যের দিকে এগিয়ে যায়। যদিও এবিষয়ে তৃণমূল নেতৃত্ব 'স্পিকটি নট'। কেউই এবিষয়ে প্রতিক্রিয়া দিতে রাজী নন।
Comments :0