শাসক দলের মদতে হিংসার পর হিংসার ঘটনা ঘটে চলেছে রাজ্যজুড়ে। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ ৮ জুলাই। হাতে বাকি মাত্র ৩ দিন। নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেই চলছে গোটা রাজ্যে। মনোনয়ন পর্ব শুরুর আগে থেকেই রাজ্যের একাধিক জায়গায় হিংসার ঘটনা ঘটাচ্ছে শাসকদের দুষ্কডতীরা। মঙ্গলবার দুপুরেও বোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে। জানা গেছে তৃণমূল কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে কোচবিহারের দিনহাটায়। ঘটনায় আহত হয়েছেন শিশু সহ চারজন। বিস্ফোরণটি ঘটেছে দিনহাটা ১ নম্বর ব্লকের গোসানিমারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ছোট নাটাবাড়ি এলাকায়। আহতদের দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তাদের।
এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তৃণমূল কর্মীর বাড়িতে বোমাগুলি কেন মজুত করা হয়েছিল তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।
স্থানীয় মানুষের বক্তব্য ভোটের সময়ে এলাকায় অশান্তি সৃষ্টির কারণেই বোমাগুলি মজুত করা হয়েছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুরে দিনহাটা ১ নম্বর ব্লকের গোসানিমারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে ছোট আদাবাড়ি এলাকায় তৃণমূল কর্মী সাত্তার মিয়ার বাড়িতে পাঁচটি বোমা বিস্ফোরণ হয়। ঘটনায় ওই তৃণমূল কর্মী সাত্তার মিয়া, মোজাফফর মিয়া গুরুতর জখম হন। বিস্ফোরণের হাত থেকে রক্ষা পায়নি দুই শিশু লতিফ মিয়াঁ ও লুতফর মিয়াঁ।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ জানিয়েছেন, এদিন দুপুরে সাত্তার মিয়ার বাড়িতে চার পাঁচটা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণে চারজন গুরুতর আহত হয়। তাদের দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কি কারণে ওই বাড়িতে বোমা মজুদ করা হয়েছিল তা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। এলাকার মানুষের বক্তব্য, বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল। ভোটের দিন সাধারণ মানুষকে ভয় দেখানোর উদ্দেশ্যে ওই বোমাগুলি মজুত করা হয়েছিল।
Dinhata Blast
ফের বিস্ফোরণ দিনহাটায়, শিশু সহ জখম ৪
×
Comments :0