GARBETA PROTEST

গড়বেতায় কড়া প্রতিরোধ খেতমজুরদের, পালালো তৃণমূল

জেলা

গভীর রাতেও চলছে বিক্ষোভ। ছবি: চিন্ময় কর।

একশো দিনের কাজের মজুরির দাবিতে চলছে লড়াই। বকেয়া মজুরি চেয়ে সারা ভারত খেতমজুর ইউনিয়নের ডাকে চলছে বিক্ষোভ। 

গড়বেতা তিন নম্বর ব্লকের নলবনা জিপিতে অবস্থান বিক্ষোভ চলাকালীন তৃণমূল হামলা করতে এলে  লড়াই বাঁধে। তীব্র লড়াইয়ে তৃণমূলকে হটিয়ে এলাকা থেকে তাড়িয়ে দেন গ্রামোর গরিব জনতা। প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদ, হামলার প্রতিবাদে পথ অবরোধ বিক্ষোভ চলছে। 

কেশিয়াড়ী ব্লকের খাজরা গ্রামপঞ্চায়েত দপ্তর ঘেরাও বিক্ষোভ অবস্থান চলছে। 

Comments :0

Login to leave a comment