Agri Workers Rally

সমাবেশ কলকাতায়, রওনা দিলেন খেতমজুর ইউনিয়নের কর্মীরা

রাজ্য

Agri Workers Rally ট্রেনে ওঠার আগে জলপাইগুড়ির খেতমজুর আন্দোলনের কর্মীরা।

পৌঁছাতে হবে কলকাতা। সমাবেশ সোমবার। জলপাইগুড়ি জেলা খেতমজুর আন্দোলনের সংগঠকরা রবিবার রওনা হলেন ট্রেনে। 

সারা ভারত খেত মজুর ইউনিয়ন সোমবার, ২৫ সেপ্টেম্বর, সমাবেশের ডাক দিয়েছে কলকাতায় রানি রসমণি রোডে। দূরের বিভিন্ন জেলা থেকেই রওনা হয়েছেন সংগঠনের কর্মীরা।

খেতমজুর ইউনিয়নের দাবি, রাজ্যে একশো দিনের মজুরি বন্ধ করে দেওয়া হয়েছে। সেই মজুরি দিতে হবে। ১০০ দিনের কাজকে বছরে ২০০ দিন করতে হবে। প্রত্যেক গরিব মানুষকে পাকা ছাদের বাড়ি দিতে হবে। ষাট বছরের বেশি প্রত্যেক শ্রমজীবীকে মাসিক ৩০০০ টাকা পেনশন দিতে হবে। 

সমাবেশের বক্তব্য রাখবেন সারা ভারত খেতমজুর ইউনিয়নের নেতৃবৃন্দ। সারা ভারত খেত মজুর ইউনিয়নের জলপাইগুড়ি জেলা সম্পাদক কৌশিক ভট্টাচার্য জানান, জেলার বিভিন্ন স্টেশন থেকে বহু কর্মী রওনা হয়েছেন কলকাতার উদ্দেশ্যে।

Comments :0

Login to leave a comment