সংসদের মধ্যে এক দফা লাঞ্ছনা হয়েছে। কিন্তু বিজেপি এখন রাস্তায় মারধর করানোর ব্যবস্থা করছে।
বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের মন্তব্যের প্রতিক্রিয়ায় এই অভিযোগ তুললেন বিএসপি সাংসদ দানিশ আলি। দুবে লোকসভার অধ্যক্ষকে চিঠি পাঠিয়ে অভিযোগ করেছেন যে দানিশ আলি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে জাতের পরিচয় তুলে হীন মন্তব্য করেছেন। তার ‘স্বাভাবিক প্রতিক্রিয়া’ দেখা গিয়েছে রমেশ বিধুরির আচরণে।
লোকসভার ভেতর দানিশ আলিকে তাঁর ধর্মীয় পরিচয় তুলে জঘন্য আক্রমণের নিন্দায় সরব বিরোধী সব দল। বিজেপি’র আরেক সাংসদ রমেশ বিধুরির আক্রমণের ভিডিও ছড়িয়েছে সারা দেশে।
বিরোধীরা বলেছেন, সংসদের মধ্যে এমন আচরণের পর বিধুরির বিরুদ্ধে কড়া কোনও পদক্ষেপই হয়নি। দানিশ আলিকে ‘উগ্রপন্থী’, ‘সন্ত্রাসবাদী’ ছাড়াও ধর্মীয় পরিচয় তুলে সোজা ভাষায় গালাগালি করেছেন। সিপিআই(এম) দেশের আইন অনুযায়ী বিধুরিকে গ্রেপ্তার করার দাবি তুলেছে।
প্রধানমন্ত্রী নিজে এমন ঘটনার পরও চুপ রয়েছেন। এর মধ্যে অধ্যক্ষকে চিঠি পাঠিয়েছেন দুবে। সেই প্রসঙ্গে সংবাদমাধ্যমে দুবের দাবি, ‘‘প্রধানমন্ত্রী সম্পর্কে অত্যন্ত অমার্জিত ভাষা প্রয়োগ করছিলেন দানিশ আলি। বিধুরির আচরণ সমর্থন করছি না, কোনও নিন্দাই যথেষ্ট নয়। তবে প্রধানমন্ত্রীর জাত পরিচয় তুলে নিজের আসনে বসে আক্রমণ করে চললে তার প্রতিক্রিয়া স্বাভাবিক।’’
দুবে নিজেও সংসদে ধর্মীয় মেরুকরণের উপাদান জোগাতে অভ্যস্ত। তিনিই বলেছেন, ‘‘আমি দীর্ঘ সময়ের সাংসদ। বিধি অনুযায়ী নিজের আসনে বসে থেকে অন্যের বক্তৃতা চলার মাঝে সমানে মন্তব্য করা যায় না। সেই কারণে অধ্যক্ষকে বলেছি দানিশ আলির আচরণও দেখা হোক।’’
দানিশ আলি বলেছেন, ‘‘দুবের অভিযোগ সত্যি হলে তার কোনও তো প্রমাণ থাকবে। কোনও ভিডিও তো থাকবে। বিজেপি সংসদের মধ্যে লাঞ্ছনা করেছে। এবার বাইরে মারধরের মুখে ফেলার ব্যবস্থা করছে।’’
Comments :0