Bihar journalist killed

বিহারে বাড়িতে ঢুকে সাংবাদিককে খুন

জাতীয়

বিহারের আরারিয়া জেলায় এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি তার বাড়িতে ঢুকে গুলি চালায়।

নিহত বিমল যাদব দৈনিক জাগরণে কর্মরত ছিলেন। রানিগঞ্জে তার বাড়িতে আসা চারজন তাকে বুকে গুলি করে। ঘটনাস্থলেই যাদবের মৃত্যু হয়। এই ঘটনায় ময়নাতদন্তস্থলে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।
পুলিশ সুপার ও এলাকার সংসদ সদস্যসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

আরারিয়া এসপি, অশোক কুমার সিং-এর মতে, “বিহারের আরারিয়ায় রানিগঞ্জ বাজার এলাকায় ভোর ৫.৩০ নাগাদ দৈনিক জাগরণের সাংবাদিক বিমলকে চারজন গুলি করে হত্যা করে। এফএসএল টিম ঘটনাস্থলে রয়েছে, মৃতের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’’

ঠিক কী কারণে এই খুন সেই বিষয়ে এখনও কিছু জানতে পারেনি পুলিশ।

Comments :0

Login to leave a comment