BUDGE BUDGE BLAST

বজবজে বাজির গুদামে আগুন, নিহত ৩, অভিযোগ বিস্ফোরণের

রাজ্য জেলা

বজবজের একটি বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা। ঘটনায় তিনজন নিহত বলে জানা গিয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা জানিয়েছেন যে বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। কিন্তু পুলিশ বিস্ফোরণের দাবি মানতে নারাজ থেকেছে রবিবার রাতে। নিহতদের মধ্যে এক মহিলা এবং তাঁর নাবালিকা সন্তান রয়েছে বলে জানা গিয়েছে। 

গত সপ্তাহেই পূর্ব মেদিনীপুরের এগরায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণেে নিহত হয়েছেন ১১ জন। 

বজবজের দাসনগরে গৃহস্থ বাড়ির মধ্যে বাজি বানানো হতো বলে জানা যাচ্ছে। পুলিশ যদিও বাজি কারখানা চালানোর অভিযোগও মানেনি সংবাদমাধ্যমের প্রশ্নে। মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয়রা জানিয়েছেন এখানে বাজি বানানো হতো। বাজি মজুত করে রাখা হতো। আগুন ধরে যায়।

রাজ্যে একের পর এক বিস্ফোরণ ঘটেই চলেছে। তৃণমূলের প্রভাব এবং পুলিশের মদত পাওয়া গিয়েছে প্রতিটি ক্ষেত্রেই। 

Comments :0

Login to leave a comment