সিবিআই হেপাজতে গলায় দড়ি নিয়ে আত্বঘাতি বগটুই গণহত্যার মূল অভিযুক্ত লালন সেখের বাড়ির বাগান থেকে উদ্ধার হয়েছে বোমা। যা ঘিরে ফের চাঞ্চল্য ছড়িয়েছে বগটুইয়ে। রামপুরহাট থানার পুলিশ বোমা উদ্ধার করে ঘিরে রেখেছে এলাকা।
বোম স্কোয়াড খবর দেওয়া হয়েছে। কত গুলো বোম রয়েছে সেটি এখনো জানা যায়নি। এদিন সকালে লালন শেখের বাড়ির বাগানের মধ্যে একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে বোমা দেখতে পায় এলাকাবাসী। এরপর রামপুরহাট থানার পুলিশ কে খবর দেওয়া হলে পুলিশ বোমা গুলি উদ্ধার করে ঘিরে রাখে।
Lalon Sekh
লালন শেখের বাগান থেকে উদ্ধার বোমা
×
Comments :0