Buddhadeb Bhattacharya

স্থিতিশীল আছেন বুদ্ধদেব ভট্টাচার্য

রাজ্য

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। রবিবার তিনি চোখ মেলে তাকিয়েছেন এবং সাড়া দিয়েছেন। ভেন্টিলেশনে রেখেই তাঁর চিকিৎসা চলছে। সংক্রমণের মাত্রা কমছে কি না, সেদিকে চিকিৎসকরা নজর রেখেছেন। 
শনিবার শ্বাসযন্ত্রে সংক্রমণ ও শ্বাসকষ্টের জন্য বুদ্ধদেব ভট্টাচার্যকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। তবে রবিবার তিনি ডাকলে সাড়া দিয়েছেন। তাঁকে রাইলস টিউব দিয়ে খাওয়ানো হচ্ছে, যা ইতিবাচক বলে মনে করছেন চিকিৎসকরা। চিকিৎসকদের প্রথম লক্ষ্য, ভট্টাচার্যকে ভেন্টিলেশন ব্যবস্থার বাইরে আনা। তাঁর চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের পক্ষে রবিবার ডাঃ কৌশিক চক্রবর্তী সাংবাদিকদের জানিয়েছেন, ‘‘বুদ্ধদেব ভট্টাচার্যের অবস্থা একইরকম রয়েছে। তবে আজ তিনি ডাকলে সাড়া দিচ্ছেন। সোমবার আমরা তাঁর সিটি স্ক্যান এবং রক্তপরীক্ষা করব। যদি দেখা যায় যে, তাঁর সংক্রমণের মাত্রা কমেছে, তাহলে ধাপে ধাপে ভেন্টিলেশন সাপোর্ট কমানো হবে।’’ 
রবিবার বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সিপিআই(এম)’র পলিট ব্যুরোর সদস্য সূর্য মিশ্র, পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রবীন দেব ও সুজন চক্রবর্তী। সূর্য মিশ্র সাংবাদিকদের জানিয়েছেন, ‘‘শনিবার রাতে যখন হাসপাতাল থেকে গিয়েছি, তার থেকে অবস্থার উন্নতি হয়েছে বলে মনে হচ্ছে। ডাকলে উনি সাড়া দিচ্ছেন, চোখ খুলে তাকাচ্ছেন।’’ বিমান বসুও বলেন, ‘‘নতুন করে উল্লেখের মতো কিছু নেই। আজকে বুদ্ধদেব ভট্টাচার্য সাড়া দিচ্ছেন, চিকিৎসকরা তাঁর পরিস্থিতির উপর নজর রেখেছেন।’’ 
এদিন বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গিয়েছিলেন আইএসএফ’র বিধায়ক নওশাদ সিদ্দিকী, কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়, বিজেপি’র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রমুখ। 

Comments :0

Login to leave a comment