PANCHAYAT SCRUTINY SALIM

কোন ম্যাজিকে মুহূর্তে জমা তৃণমূলের গুচ্ছ গুচ্ছ মনোনয়ন?

রাজ্য

PANCHAYAT SCRUTINY SALIM নির্বাচন কমিশনের দপ্তরের বাইরে অবস্থানে মহম্মদ সেলিম। রয়েছেন সুজন চক্রবর্তী সহ নেতৃবৃন্দ।

তৃণমূলের মনোনয়ন জমার প্রক্রিয়াতে গুরুতর বেনিয়ম রয়েছে। বিধি মানা হয়নি। ‘হোম ডেলিভারি’-র মতো ব্যবস্থা করা হয়েছে। স্ক্রুটিনিতে এই বেনিয়ম নিয়ে প্রশ্ন তুলবেন বামপন্থীরা। 

বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনের সামনে সভায় এই অবস্থান জানিয়েছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তৃণমূলের বেনিয়মে লাগামহীন মদতের অভিযোগ তুলে কমিশনকে রাজ্য সরকারের হাতের পুতুল আখ্যা দিয়েছেন তিনি। কমিশনকে সেলিমের প্রশ্ন, ‘‘কোন ম্যাজিকে তৃণমূলের হাজার হাজার মনোনয়ন মুহূর্তের মধ্যে জমা হয়ে গেল? প্রতিটি মনোনয়ন পত্র জমায় ক’ সেকেন্ড লাগল?’’

সেলিম বলেছেন, ‘‘বিরোধীদের ডিসিআর কাটতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। তারপর মনোনয়ন জমা দিতে নাকাল হতে হয়েছে। আর তৃণমূলের মনোনয়ন ম্যাজিকের মতো একসঙ্গে হাজার হাজার জমা পড়েছে। পুরো ব্যবস্থায় গুরুতর বেনিয়ম রয়েছে।’’ 

সেলিম জানিয়েছেন, ‘‘মনোনয়ন প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে হয়নি, চ্যালেঞ্জ করছি। মনোনয়ন পত্র স্ক্রুটিনির পর্বে কমিশনে সেই প্রশ্ন তুলবেন বামপন্থীরা। আদালতে গেলেও স্পষ্ট হয়ে যাবে বেনিয়ম।’’ 

কমিশনের নির্দেশিকা অনুযায়ী প্রার্থীদের ব্লক দপ্তরে গিয়ে প্রয়োজনীয় নথি এবং টাকা জমা দিলে মেলে ‘ডিসিআর’। সেই ডিসিআর দেখিয়ে মনোনয়ন দাখিল করতে হয়। ব্লক দপ্তরে মনোনয়ন প্রক্রিয়া সিসিটিভি’তে ধরে রাখার কথা। প্রত্যেক প্রার্থীকে ব্লক দপ্তরে গিয়ে মনোনয়ন দাখিল করতে হবে। মনোনয়নের পর থেকে বিভিন্ন জায়গায় তৃণমূলের প্রার্থীদের দেখা যায়নি। শেষ দু’দিন একগুচ্ছ মনোনয়ন জমার হিসেব দেওয়া হয়েছে। প্রার্থীকে ঘিরে তুমুল অন্তর্দ্বন্দ্বের ভয়েই তৃণমূল নাম ঘোষণা পিছিয়ে রেখেছিল। দলের সাংসদ অভিষেক ব্যানার্জির ‘নবজোয়ার যাত্রা’ ঘিরে মারামারির ছবি সেই পরিস্থিতি আরও স্পষ্ট করেছিল। 

সেলিম প্রশ্ন তুলেছেন, ‘‘অঙ্কের হিসেবে ব্যাখ্যা দিতে হবে তৃণমূলের মনোনয়ন কম সময়ের মধ্যে জমা পড়ল কী করে। দেখা যাবে মনোনয়ন জমা দিয়েছে আগে, পরে কাটা হয়েছে ডিসিআর। চাকরির পরীক্ষায় যেমন ফাঁকা ওএমআর শিট দেখা গিয়েছিল, এখানেও দেখা যাবে এমন বেনিয়ম।’’ তাঁর আশঙ্কা, নির্বাচনী লড়াইয়ে আইপ্যাকের মতো পেশাদারি এজেন্সিকে দিয়ে মনোনয়ন পত্র বাড়িতে পৌঁছানো হয়েছে ‘হোম ডেলিভারির মতো’। 

Comments :0

Login to leave a comment