KHEJURI PANCHAYAT

হারাতে হবে দুই লুটেরাকে: খেজুরিতে আহ্বান মিশ্রের

জেলা

KHEJURI PANCHAYAT খেজুরিতে মিছিল।

শেষ দিনে খেজুরিতে প্রচারে বক্তব্য রাখলেন সিপিআই(এম) পলিটব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র। পঞ্চায়েত ভোট প্রচারের একেবারে শেষ প্রান্তে হয়েছে এই সভা।

মিশ্র বলেছেন, ‘‘২০১৪’তে ব্রিগেডের সভায় আমরা স্লোগান দিয়েছিলাম বাংলা বাঁচাতে তৃণমূল হটাও। আর ভারত বাঁচাতে বিজেপি’কে হটাও। এবারের পঞ্চায়েত ভোটে লড়াই হচ্ছে এই দু’দলের বিরুদ্ধে।’" 

মিশ্রের ব্যাখ্যা, ‘‘দু’দলই লুটেরা। খেটে খাওয়া মানুষের অর্থ সম্পদ লুট করছে। হারাতে হবে দু’দলকেই।

এদিন লাল পতাকা নিয়ে বিশাল মিছিল হয় এলাকায়। সন্ত্রাসখুন ধর্ষণ লুট জরিমানার বধ্যভূমি খেজুরি। তৃণমূল এবং বিজেপি দু’দলকেই হারানোর ডাকে বটতলা থেকে বিদ্যাপীঠ পর্যন্ত বর্ণাঢ্য রোড শো ঝয়। অংশ মিশ্রের সঙ্গে সিপিআই(এম) রাজ্য সম্পাদক মন্ডলী সদস্য অনাদি সাহু, জেলা সম্পাদক নিরঞ্জন সিহিরাজ্য কমিটির সদস্য হিমাংশু দাসও। বিদ্যাপীঠ বাসস্ট্যান্ডে সভা হয়। 

ছিলেন জেলা কমিটির সদস্য প্রতিমা মন্ডলজেলা কমিটির সদস্য ও এরিয়া কমিটির সম্পাদক রত্নেশ্বর দোলুইদুইজন জেলা পরিষদ প্রার্থী অরুন মন্ডল ও জাকির হোসেন মল্লিকমৃন্ময় মাইতিস্বদেশ মাইতিঅতুল্য উকিল ,অশনি পাত্রপ্রদীপ মণ্ডল,বিদ্যানিধি মন্ডলউৎপল দত্তপার্বতী করন প্রমুখ।

Comments :0

Login to leave a comment