Canada

কূটনীতিবিদ বহিষ্কার কানাডার, পালটা ভারতেরও

আন্তর্জাতিক

Canada

কানাডার সঙ্গে বৈদেশিক সম্পর্কে তিক্ততা বাড়ল ভারতের। ভারতের এক কূটনীতিককে বহিষ্কার করল কানাডা। 

মঙ্গলবারই পালটা ব্যবস্থা নিয়ে কানাডার এক কূটনীতিককে পাঁচদিনের মধ্যে দিল্লি ছাড়ার নির্দেশ দিল ভারত। 

গত জুনে কানাডার ভ্যাঙ্কুবারে গুলিতে ঝাঁঝরা দেহ মেলে খালিস্তানপন্থী উগ্রপন্থী হরদীপ সিং নিজ্জর। কানাডার অভিযোগ, আইন বহির্ভূত হত্যায় জড়িত ভারত। 

কানাডার বিদেশমন্ত্রী মেলনি জলি জানান, 'র' আধিকারিককে দেশ ছাড়তে বলা হয়েছে। 

সিদ্ধান্ত জানিয়ে বিরোধীদের সঙ্গে বৈঠক করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রেডেউ। 

এ মাসেই জি-২০ বৈঠকে যোগ দিতে দিল্লিতে এসেছিলেন ট্রেডেউ।

Comments :0

Login to leave a comment