Chopra

শহীদ মনসুর আলমের গ্রামে সিপিআই(এম) নেতা কর্মীরা

জেলা

Chopra


 

চোপরায় তৃণমূল দুষ্কৃতীদের গুলিতে নিহত শহীদ মনসুর আলমের গ্রামে সিপিআই(এম) নেতা কর্মীরা। আহতদের সহযোগীতার হাত বাড়িয়ে দিলেন। চোপড়া ব্লকের গেন্দাগছ গ্রামে। ভোটের মনোনয়ন জমা দেওয়ার পথে দুষ্কৃতকারীদের হাতে খুন হয়েছেন শহীদ কমরেড মনসুর আলম। মনোনয়ন পত্র জমা দিতে গিয়ে গুরুতর আহত সিপিআই (এম) কর্মী সেখ নইমুল ও ওর ভাই মুস্তাফা কামাল এবং হাকিমুল ইসলাম। মঙ্গলবার বিকেলে গেন্দগছ গ্রামে পৌছান সিপি‌আই(এম) এরিয়া কমিটির সম্পাদক বিদ্যুৎ রফদার আনসারুল হক মোকলেশ্বর রহমান সহ অন্যান্য নেতৃত্ব। পার্টির পক্ষ থেকে এদিন  আহতদের চিকিৎসা খরচের পাশাপাশি কিছু খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করা হয়। গুরুতর আহত সেখ নইমুলের হাতে গুলি লাগে তাঁর ভাই মুস্তাফা কামালের পায়ে গুলিলেগে গুরুতর আহত হয়েছেন। এদিন চিকিৎসাধীন পরিবারকে সমবেদনা জানান পার্টি নেতৃবৃন্দ। এছাড়া একই গ্রামে আরও একজন আহত হাকিমুল ইসলাম পার্টির পক্ষ থেকে চোখে অস্ত্রপ্রচার করা হয়েছে। তাঁর বাড়িতে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয় পার্টির পক্ষ থেকে। 


 

Comments :0

Login to leave a comment