বৃহস্পতিবার রানিগঞ্জের নিমচা কোলিয়ারিতে খনি দুর্ঘটনায় মৃত্যু হল এক কর্মরত শ্রমিকের। মৃতের নাম রঞ্জিত গোপ। তাঁর বাড়ি চেলোদ গ্রামে।
নাইট শিফটের খনিতে ঘণ্টাম্যান এর কাজে যোগ দিয়ে খনিগর্ভে দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর চাউর হতেই এলাকার মানুষজন বিক্ষোভ দেখান ও তার নিকটাত্মীয়ের চাকরির দাবি করেন। খনি কর্তৃপক্ষ চাকরির দাবি মেনে নেয়।
এছাড়াও কয়লাখনির ১১ তম বেতনচুক্তি অনুযায়ী সমস্ত ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেয় । কয়লাখনির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে ভারতের কোলিয়ারী মজদুর সভা (সিআইটিইউ)।
Comments :0