মুর্শিদাবাদের খড়গ্রামে খুন হলেন কংগ্রেস কর্মী। পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন তোলার প্রথম দিনেই রক্তাক্ত আক্রমণ করল তৃণমূল।
শুক্রবার খড়গ্রাম ব্লকে মনোনয়ন পত্র তুলতে যায়নি তৃণমূল। ডিসিআর কেটে একসঙ্গে মনোনয়ন জমা করেছেন বামফ্রন্ট ও কংগ্রেস কর্মীরা। এরপর খড়গ্রামের মাড়গ্রাম গ্রাম পঞ্চায়েতের রতনপুর নলদীপ গ্রামে খুন হন কংগ্রেস কর্মী ত্রিশ বছরের যুবক ফুলচাঁদ সেখ।
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ঘটনার কড়া নিন্দা করেছেন। তিনি জানিয়েছেন শনিবার খড়গ্রামে মিছিল হবে খুনের প্রতিবাদে। তিনি বলেন, ‘‘তৃণমূল ২০১৮’তেও পঞ্চায়েতে খুনের রাজনীতি করেছে। পুলিশের মদতে আক্রমণ চালাচ্ছে তৃণমূল। রক্ত নিয়ে হোলি খেলতে চাইলে নির্বাচন করার দরকার কি।’’
তিনি জানান, এক মহিলা সহ আহত আরও একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।
চৌধুরী বলেন, ‘‘খুনের রাজনীতি করতে দেব না। তৃণমূল যেন মনে রাখে মানুষের প্রতিবাদ, প্রতিরোধই শেষ কথা বলে।’’
এদিন রাতেই রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি দিয়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে নির্বাচন করানোর দাবি তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
Comments :0