SATYAJIT RAY COPYRIGHT

চিত্রনাট্যের কপিরাইট সত্যজিতেরই,
রায় দিল্লি হাইকোর্টের

জাতীয় রাজ্য কলকাতা

‘নায়ক’ চলচ্চিত্রের চিত্রনাট্যের কপিরাইট সত্যজিৎ রায়েরই। তাঁর মৃত্যুর পর এই অধিকার পুত্র সন্দীপ রায় এবং সোসাইটি ফর প্রিজার্ভেশন অব সত্যজিৎ রায় আর্কাইভসের। মঙ্গলবার কপিরাইট সংক্রান্ত মামলায় এই রায় দিয়েছে দিল্লি হাইকোর্ট। 

বিচারপতি সি হরিশঙ্কর এদিন প্রযোজক আরডি বনশলের পরিবারের দাবি খারিজ করে দিয়েছেন। প্রযোজকের পরিবারের দাবি করেছিল যে কপিরাইট তাদের। চিত্রনাট্য গদ্যের চেহারায় প্রকাশের জন্য ভাস্কর চট্টোপাধ্যায়কে দায়িত্ব দেয় সোসাইটি ফর প্রিজার্ভেশন অব সত্যজিৎ রায় আর্কাইভস। প্রকাশক হার্পার কলিন্‌স। 

প্রযোজক আরডি বনশলের পরিবারের দাবি, চিত্রনাট্যের কপিরাইট তাদের। কারণ আরডি বনশলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েই চিত্রনাট্য লিখেছিলেন সত্যজিৎ রায়। বিচারপতি হরিশঙ্কর সেই বক্তব্য খারিজ করে দিয়েছেন। বিচারপতির বক্তব্য, কপিরাইট আইন অনুযায়ী স্বত্ত্বাধিকার প্রথমে লেখকের। তিনি না থাকলে তাঁর পরিবারের। তাঁরা তৃতীয় কোনও পক্ষকে কাজ করার দায়িত্ব দিতে পারেন। চিত্রনাট্য পুরোপুরিই লেখকের সৃষ্টি।  কপিরাইট সত্যজিতেরই, রায় দিল্লি হাইকোর্টের। 

 

 

Comments :0

Login to leave a comment