Raiasthan Farmers

ফসল বিমার কারচুপি, টানা রাস্তায় চুরুর কৃষকরা

জাতীয়

তীব্র তাপেও অনড় কৃষকরা। শামিল মহিলারা।

ফসল মার খাচ্ছে প্রাকৃতিক বিপর্যয়ে। কখনও তাপ, কখনো শিলাবৃষ্টিতে। কিন্তু ফসল বিমার টাকা মিলছে না। টানা ছ'দিন রাস্তাতেই রয়েছেন রাজস্থানের চুরু জেলার কৃষকরা। 

প্রাদেশিক কৃষকসভার সভাপতি ছগনলাল চৌধুরী জানাচ্ছেন, জেলা শাসকের দপ্তর ঘিরেছেন কৃষকরা। ঘেরাও হবে জনপ্রতিনিধিদের বাসভবনও। 

কেন মিলছে না বিমার টাকা? কৃষকরা জানাচ্ছেন, উপগ্রহ চিত্র দেখে প্রাপ্য ঠিক করছে বিমা সংস্থা। প্রায়ই বলছে যে উপগ্রহ চিত্রে শস্যহানির সঙ্কেত নেই। 

কৃষকরা বলছেন, মাঠে এসে দেখুন। লোক পাঠান ফসল কাটার সময়। কত ফসল ঘরে তুলতে পারছেন কৃষকরা হাতে কলমে হিসেব নিন। 

রাজস্থানের মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা অশোক গেহলটকে একদফা জানান দিয়েছিলেন কৃষকরা। এবার জেলা তোলপাড় করছেন। কৃষকসভার আন্দোলনকে সমর্থন জানিয়ে বিক্ষোভ স্থলে এসেছেন জেলার তারানগর কেন্দ্রের কংগ্রেস বিধায়ক নরেন্দ্র বুডানিয়া। সরকারকে জানানোর প্রতিশ্রুতি দিয়েছেন। 

আন্দোলনে জুড়ে যাচ্ছে সব অংশ। অভাবনীয় সংহতি অবস্থানরত কৃষকদের ছাউনিতে। কেউ তাঁদের জন্য দই নিয়ে আসছেন। কেউ দিয়ে যাচ্ছেন নিজেদের বানানো কুলফি। 

কৃষকনেতারা জানাচ্ছেন বিমার কারচুপি বন্ধ না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন। 

জয়পুরের কাছে সিকর জেলা থেকে রাজস্থানের শেখাওয়াটি অঞ্চলে বরাবর কৃষক আন্দোলন শক্তিশালী।

Comments :0

Login to leave a comment