Cyclone Biparjoy

মুম্বাইয়ে ‘বিপর্যয়ের’ জের, ভারি বৃষ্টি, হাওয়া

জাতীয়

রবিবার সন্ধ্যায় মুম্বাই সহ মহারাষ্ট্রের বেশ কয়েকটি অংশে ভারি বৃষ্টি হয়েছে। বড় বড় ঢেউ এবং তীব্র হাওয়া মুম্বাইতে প্রকট হচ্ছে। রাজ্যের অন্যান্য উপকূলীয় এলাকাগুলিও শক্তিশালী ঝড় প্রত্যক্ষ করছে। ঘূর্ণিঝড় বিপারজয় আরব সাগরে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এই ঘূর্ণিঝড় এই অঞ্চলে বিমান চলাচলেও প্রভাব ফেলেছে।
হাওয়ার ধাক্কায় অনেক গাছও উপড়ে গেছে মুম্বাইয়ে।

স্কাইমেট ওয়েদার জানিয়েছে যে পূর্ব মধ্য আরব সাগরে প্রবল ঘূর্ণিঝড় বিপরজয় অত্যন্ত তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।

আবহাওয়া পরিস্থিতির কারণে অনেক এয়ারলাইন্স তাদের বিমান বাতিল করেছে, অন্য বিমানগুলিকে রবিবার সন্ধ্যায় মুম্বাইতে অবতরণ বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছিল। এয়ার ইন্ডিয়া তাদের কয়েকটি ফ্লাইটে বিলম্বের কথা জানিয়ে এই বিষয়ে একটি বিবৃতি জারি করেছে।

Comments :0

Login to leave a comment